দ্যেখ বাঙালীর রক্ত গর্জে, বন্ধুক গুলি ট্রিগার টান ব্যালট পেপার তোমাদের অধিকার, ভোট জনতার ঘান তোমার দাদার বাপকে চিনতো ব্রিটিশ, একাই তিন টেক্কা তোমার জমীনে, কোন দেশের দালাল, দে মেরে টোক্কা এটাই তোমাদের খান্দানী শান, দেশ, মাটি, ধর্ম মুসলমান চুটকিতেই যান দেশের নামে, তোমার খান্দানের সম্মান রক্ত তাজা, লাশটা তাজা, আবু সাঈদ নাম হাসতো খেললো তাজা তরুণ, এটাই দেশের দাম বাংলাদেশ আর বাংলা মাটির, আবু সাঈদ তাজা সীল কোন জায়গায় কৈ আছো তোমরা, এক সাথে সব মিল
